বার্তাকক্ষঃ
বন্যার্ত মানুষের মাঝে শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ শে আগস্ট সোমবার উপজেলার রাউৎগাও ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে উপহার হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক এম মুক্তাদির হোসেন, শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারি সোহেল, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলি সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামান, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, আব্দুর রব প্রমুখ। উপহার সামগ্রী বিতরণ কালে শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক এম মুক্তাদির হোসেন বলেন, এই সব ত্রাণ সামগ্রী আপনারা উপহার হিসাবে নিবেন, সাহায্য বা দান হিসাবে নিবেন না। শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশন সব সময় আপনাদের ও দেশের সকল সংকট ময় সময়ে ছিল এবং এই দ্বারা অব্যাহত থাকবে।