
কুলাউড়ার ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন কে। ১৪ই আগস্ট বুধবার নতুন প্রিন্সিপালকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কুলাউড়া পৌরসভা পর্যন্ত আনন্দ মিছিল নিয়ে যায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, কুলাউড়ার উপজেলায় নিযুক্ত সেনাবাহী ক্যাপ্টেন আদনান রহমান, উপজেলা সমবায় সভাপতি সহ অনেক কেই তারা মিস্টি বিতরণ করেন। উল্লেখ্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮টায় কলেজে গভর্নিংবডির জরুরি সভা ডেকে কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৪ ঘণ্টা কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্মতি জানিয়ে কলেজে থাকা শিক্ষকরাও স্মারকলিপিতে স্বাক্ষর করেন। আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মধ্য অন্যতম নেতৃত্ব দেন রেহানা আক্তার, ফারহা ইসলাম, জুহার আহমেদ, রাবেয়া আক্তার, ফাতেমা আক্তার, নাদিরা, সাদিয়া আক্তার ও মুন সহ অনেকেই। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন মুগ্ধ চব্বিশকে বলেন ইয়াকুব তাজুল মহিলা কলেজের হারানো সুনাম ফিরিয়ে আনতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।