📰 খেলা মুগ্ধ ২৪
📅 ১ নভেম্বর ২০২৪, ১১ঃ৪৯ মিনিট
কাউকাপন খেলার মাঠে সম্প্রতি অনুষ্ঠিত শহীদ আব্দুল মনাফ চৌধুরী স্মৃতি ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনালে শান্ত-আলামিন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এক যুগান্তকারী লড়াইয়ের পর টাইব্রেকারে সাবুল সুপারস্টারকে ৪-২ গোলে হারিয়ে এই জয়লাভ করে তারা।
এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ আব্দুল মনাফ চৌধুরীর স্মৃতি চাঙা রাখার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করা হয়েছে। আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ১০নং হাজিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মির্জা মোহাম্মদ আব্দুস সহিদ মায়া বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী মির্জা মোহাম্মদ ইমরান বেগ শহীদ আব্দুল মনাফ চৌধুরীর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শহীদ আব্দুল মনাফ চৌধুরীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে খুনিদের বিচারের আওতায় আনা হোক।”
এ ছাড়াও অনুষ্ঠানে, হাজিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হাজিপুর ইউপি সদস্য মোহাম্মদ মশাহিদ আলী । আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন শহীদ আব্দুল মনাফ চৌধুরী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব যুক্ত্রাজ্য প্রবাসী মির্জা মোহাম্মদ ইমরান বেগ।
আলোচনা সভা শেষে বিজয়ী ও খেলায় অংশগ্রহন করা সকলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।