যানজট মুক্ত শহর উপহার দিতে কুলাউড়া উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত

📝 নিজস্ব প্রতিবেদক (কুলাউড়া)
🕥 প্রকাশের সময়ঃ ৯ অক্টোবর ২০২৪, ১৮ঃ১৮ মিনিট

কুলাউড়া শহরের যানজট নিরসন, ফুটপাত দখল করে গাড়ি পার্কিং, যেখানে সেখানে সিএনজি স্টেশন ও যত্রতত্র গাড়ি পার্কিং সুশৃঙ্খলায় ফিরিয়ে আনতে এক বিশেষ অভিযানে নেমেছে কুলাউড়া প্রশাসন।

ছবি তুলেছেনঃ সৈয়দ মিছবাহ

৯ই অক্টোবর বুধবার কুলাউড়া শহরের ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে কুলাউড়ার দক্ষিণ বাজার, বাস স্টেশন, মাগুড়া রোড, স্টেশন চৌমুহনী, উত্তর বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন এছাড়াও সহতা প্রদান করে সেনাবাহিনী ও পুলিশ।

সম্প্রতি শহরে যানজট বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ নিয়ে গত সপ্তাহে কুলাউড়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন-এর নেতৃত্বে, কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনী কর্মকর্তা, কুলাউড়া শহরের সকল সিএনজি স্টেশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন মহলের লোকজন নিয়ে জরুরি সভা করা হয়। সভায় নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী যানজট নিরসন ও ফুটপাতে অবৈধ স্টেশন, যত্রতত্র গাড়ি পার্কিং শৃঙ্খলায় ফিরিয়ে আনতে বিশেষ অভিযানে নেমেছে কুলাউড়া প্রশাসন। অভিযান চলাকালে দেখা যায় শহরের ট্রাফিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু সিএনজি, গাড়ি নিয়ম মানছে না। নিয়ম না মানার কারনে বিভিন্ন গাড়ির চাকি সিজ করা হয়।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল ইসলাম বলেন, কুলাউড়া শহরের যানজট অতিরিক্ত হাড়ে বেড়ে গিয়েছে, আর এই যানজট থেকে কুলাউড়াবাসীকে মুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান, শহরের ট্রাফিক ব্যবস্থা সুন্দরভাবে ফিরিয়ে আনার আগ পর্যন্ত যাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শহরের গাড়ি চালকদের একটু সহায়তা ও দায়িত্ব জ্ঞান পারে কুলাউড়াকে একটি যানজট মুক্ত শহরে পরিণত করতে, এমন দাবি করছেন কুলাউড়া শহরের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *