কুলাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কশৈনু

কুলাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কশৈনু। এ সময় আন্দোলনে ঘটে যাওয়া নানা সমস্যা ভোগান্তি ও পুলিশি হয়রানির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন তাদের ১ দফা আন্দোলনের সময় যে পুলিশ সদস্যরা তাদের হয়রানি করেছেন। মার-ধর শহ মামলার হুমকি দিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে। সরকারি দলের যে সব নেতা কর্মি ও ক্যাডার বাহিনী তাদের মার পিট করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়াও তারা কুলাউড়ায় দুর্নীতি মুক্ত একটি পুলিশ বাহিনীর দাবি জানান। আন্দোলনের সময় ঘটে যাওয়া অনেক ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ ঝাড়তেও দেখা জায়।

এ সময় কুলাউড়া সেনাবাহিনী থেকে দায়িত্ব প্রাপ্ত শিহাব,মইনুল, ফরহাদ এর সহযোগিতায় পুলিশ পরিদর্শক তদন্ত, কশৈনু পরিস্থিতি শান্ত করেন। পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ছাত্রছাত্রীদের বলেন পুলিশ বাহিনী সরকারি আইন মেনে চলে এবং তাদেরকে সরকার ও সরকারি দল ব্যবহার করে। তিনি মন থেকে থেকে সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন কিন্তু কিছু অতিউৎসাহী পুলিশ সদস্যদের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি এবং তার পুলিশ বাহিনী জনগণের জন্য কাজ করতে চায় । শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং তাদের সহযোগিতায় কাজ করতে চান তিনি। এ ছাড়াও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বিগত দিনের ঘটনার জন্য কুলাউড়া থানার কর্মরত সকল পুলিশের পক্ষ হতে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বলেন আসুন আমরা সব ভুলে নতুন এক দেশ গড়ি। সবাই মিলে একে অপরের সাথে কাজ করি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জের সাথে মত পোষণ করেন শিক্ষার্থীরা এবং তারা আরো বলেন কোন অন্যায় অনিয়ম হলে শিক্ষার্থীরা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। সকলকে জবাবদিহিতার আওতায় আনবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *