১৫ই আগস্ট সকাল ১০ টায় “রেজিস্ট্যান্স উইক” এর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী করবে কুলাউড়ার সাধারন শিক্ষার্থীরা

আগামীকাল ১৫ই আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” এর অংশ হিসেবে কুলাউড়ার সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে একাত্মতা পোষণ করে “অবস্থান কর্মসূচী” গ্রহণ করবে কুলাউড়া পৌরসভার সামনে। কুলাউড়ার আপামর ছাত্রজনতাকে উক্ত কর্মসূচীতে যোগ দিয়ে সফল করার আহ্বান জানানো হয়েছে।

কুলাউড়া পৌরসভায় ১৫ই আগস্ট সকাল ১০.০০ টায় এই কর্মসূচী করবে শিক্ষার্থীরা।

চার দফা দাবি নিয়ে এই অবস্থান কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়েছে

দাসি সমূহঃ

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *