বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিকর খবর প্রচার হচ্ছে – কুলাউড়ার সংখ্যালঘু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের কয়েকটি গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর প্রচার শুরু করে।

সেসব খবরে বলা হয়, ‘ইসলামপন্থি নানা বাহিনী’ সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভারতের বেশকিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আতঙ্ক ছড়ানো বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদ প্রকাশ পেতে শুরু করে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এ ধরনের দাবিও করা হয়, ‘শীঘ্রই বাংলাদেশ থেকে এক কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।’
এ নিয়ে কুলাউড়ায় বসবাসরত সংখ্যালঘুদের বর্তমান অবস্থা ও পরিস্থিতির খবর সংগ্রহ করেছে মুগ্ধ চব্বিশ। কুলাউড়ায় সরেজমিনে দেখা যায় বেশ ভালোই দিন কাটছে কুলাউড়ায় বসবাসরত সংখ্যালঘুদের। কোথাও কোন ধরনের হামলা বা মারামারির ঘটনা ঘটেনি। তাদের নেই কোন ধরনের আতঙ্ক । সবাই বলছেন হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিষ্টান সহ সবাই তারা মিলেমিশে বসবাস করছেন, যে সব তথ্য ছড়ানো হচ্ছে তা গুজব।
অন্যদিকে কুলাউড়ার শিব বাড়ি পুরোহিতের সাথে কথা বললে তিনিও বলেন তাদের কোন সমস্যা হচ্ছে না, মুসলিম ধর্মাবলম্বী সহ সেনা সদস্যরাও রয়েছেন তাদের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *