কুলাউড়ায় বিদ্যুতের সাবস্টেশন ও জরুরি লাইন মেরামত কাজের জন্য শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পিডিবির আওতাধীন হাসপাতাল, উপজেলা ও ঘাগটিয়া ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি জানান পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, সাবস্টেশন ও বিভিন্ন এলাকায় লাইনের সংস্কারকাজের জন্য হাসপাতাল, উপজেলা ও ঘাগটিয়া ফিডারে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।