পাবনার সাঁথিয়ায় গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু; হত্যার অভিযোগ স্বজনদের

শরিফুল ইসলামঃ

পাবনার সাঁথিয়ায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ মারধরে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে বেড়া উপজেলার চতুরহাটে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান সরদারের ছেলে। স্বজনদের অভিযোগ, দুপুরে চতুরহাটে গরু কিনতে যান রাজ্জাক। সেখানে পূর্ব বিরোধের  জেরে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা হারুনুর রশিদ হারুন সমর্থক শহিদুল ইসলামের সাথে তার  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল তার মামা রাজ্জাককে মারপিট করেন। এতে আহত হলে তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজ্জাকের মেয়ে বলেন, আমার বাবা হারুনুর রশিদের নির্বাচন না করায় তার সন্ত্রাসী বাহিনীর দিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার চাই।  সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *