কুলাউড়ায় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে শহীদ আব্দুল মনাফ চৌধুরী হত্যার বিচারের দাবি।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার, উপজেলা বিএনপির অন্যতম নেতা শহীদ আব্দুল মনাফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২১শে আগস্ট বিকেলে শহীদ আব্দুল মনাফ চৌধুরী স্মৃতি পরিষদ কাউকাপন ও  সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগি যুক্তরাজ্য প্রবাসী মির্জা ইমরানের বেগের পৃষ্ঠপোষকতায়  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মৌলভিবাজার জেলা বিএনপির সহ সভাপতি এড. আবেদ রাজা। বিএনপি নেতা মির্জা মোঃ আব্দুস শহীদ মায়া বেগ এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, আব্দুল মনাফ চৌধুরী ছিলেন এই এলাকার সর্বস্তরের মানুষের আপনজন। জনপ্রতিনিধি হিসেবে ছিলেন মানুষের আস্থাভাজন, যেমন ছিলেন সাহসী তেমনি বিনয়ী। কিন্তুু বিএনপি করার কারণে মাত্র ৩২ বছর বয়সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পরিকল্পিত হত্যার মধ্যে দিয়ে জীবনাবসান হয়। আজ ১৫ বছর পর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তাকে হত্যার বিচারের দাবি তুলেন এলাকাবাসী। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান অনেকটা প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। বক্তারা আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে হত্যা করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান,  ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী মির্জা মোঃ ইমরান বেগ এসময় তিনি বলেন দুর্বৃত্তরা ২০০৯ সালের ১১ আগস্ট রাতে শমশেরনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে তিনি বর্তমান অন্তর্বর্তি কালিন সরকারের কাছে জোর দাবী জানান যেন সঠিক তদন্ত সাপেক্ষে হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার, উপজেলা বিএনপির অন্যতম নেতা শহীদ আব্দুল মনাফ চৌধুরীর হত্যার ন্যায় বিচার করা হয়।

এ সময় আরো বক্তব্য দেন  হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিধান চন্দ্র দে, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, বিএনপি নেতা নেপুর আহমদ, হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহরিয়ার আহমদ শাহান, হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব সুজন আহমদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *