
সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে এক কৃষকের দলিলকৃত ফসলী ভূমি জোরপূর্বক দখলে নেয়া ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে জিন্নাহ গংয়ের বিরুদ্ধে।
আর এ ঘটনার প্রতিকার চেয়ে ৯ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিভোগ গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম ২০০০ সালে ১ একর ৫৭ শতক জমির ক্রয় ও ওয়ারিশ সূত্রে দুটি দলিল মূলে মালিক হয়ে ভোগদখল করে আসছিল। যার মৌজা- চন্ডিভোগ, খতিয়ান নং ২৩৪,২৩৫, আর এস – ৮২, দাগ নং ২৫৯,৪২৮,২৩১, দলিল নং ২৯৭৫ ও ২৯৭৬।
গত ৬ আগষ্ট তারিখে সকাল সাতটার দিকে ওই একই গ্রামের মো. জিন্নাহ ও তার লোকজন ওই জমি দখল করে রোপা ধান লাগাতে থাকে। এ সময় রফিকুল ইসলাম লোকমূখে খবর শুনে জমিতে গিয়ে দেখে তারা রোপা ধান লাগাচ্ছে। রফিকুল ইসলাম জমিতে ধান লাগাতে নিষেধ করলে তারা বলে এতো দিন তোরা জোরপূর্বক জমি ভোগ দখল করে আসছিস। এখন আমরা আদালতের রায় পেয়েছি। ওই জমি আমরা ভোগদখল করে খাব। তারপরও রফিকুল ইসলাম বাধা দিলে জিন্নাহ গংয়ের লোকজন ক্ষীপ্ত হয়ে দেশিও অস্ত্র লাঠি, লোহার রড ও হাসুয়া নিয়ে তার দিকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে এবং তাকে বেধরক মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম কে নিয়ে যায়। পরে এ ঘটনায় রফিকুল ইসলাম মো. জিন্নাহ, আবুল কালাম, খবের উদ্দিন, গোলবার হোসেন, আব্দুস সালাম, মে. সালমান, মেরাজ, আলম ও রোকনসহ ১৫/২০ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য রোকন জানান, দীর্ঘদিন ধরে জোড়পূর্বক ওই জমি ভোগদখল করে আসছিল রফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলে আসছিল। বর্তমানে আদালত আমাদের পক্ষে রায় দিলে আমরা জমি দখলে যাই।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি তদন্ত নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।