দোলা রুদ্র (বার্তা কক্ষ)
কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে দিনব্যাপী রান্না করা খাবার বিতরণ করছে কুলাউড়ার সুনামধন্য প্রতিষ্ঠান ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হল। ডাইনিং ডিলাইটের প্রতিষ্ঠাতা ও অপারেশন ডিরেক্টর ফজলে আবিদ খান রাবি এবং সি ই ও সৈয়দ তানভীর মোজাম্মেলের নির্দেশনায় রান্না করা খাবার বিতরণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ।
শনিবার দুপুর ১২ টার দিকে ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার পিকাপ ভ্যানের মাধ্যমে কুলাউড়ার কটারকোনা ও নয়া বাজার এলাকায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডাইরেক্টর সুফিয়ান আহমেদ, জেনারেল ম্যানেজার সৈয়দ মিছবাহ, অপারেশন ম্যানেজার আকরাম খান, অ্যাকাউন্ট ম্যানেজার আদনান রহমান, স্টোর ম্যানেজার মকরম আলি, সুপারভাইজার লিটন আহমেদ, রাজিব আহমেদ, মিডিয়া ও কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট আল-আমিন কুলাউড়ার বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর সজীব হাসান সহ এলাকার মুরুব্বিয়ান।
খাবার বিতরণ কালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যেকোনো সময় যেকোনো দুর্যোগে অতীতের ন্যায় সবার পাশে আছে ডাইনিং ডিলাইট, যে কোন সহযোগিতা জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়াও বন্যার দুর্গতদের সাহায্যের জন্য ডাইনিং ডিলাইট একটি হট লাইন নাম্বার চালু করেছে।
উল্লেখ্য, করোনা মহামারি থেকে শুরু করে সকল দুর্যোগে সব সময় দ্যা লাইট গ্রুপ ও ডাইনিং ডিলাইট সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলো। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে সবসময় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি।