সাব্বির মির্জা তারাশ (সিরাজগঞ্জ)
প্রকাশের সময়ঃ ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩ঃ৪৯ মিনিট
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্মাণাধীন একটি মসজিদে সিঁড়িতে ফেলে যাওয়া দুটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজীপুর সড়কের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬ টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসুল্লি। পরে বিষয়টি থানায় জানালে ওসি নিজে এসে সেগুলো উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তুর্কি সুলুন-১২ গেজ মডেলের দুটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদুটি থানার লুট করা কোন অস্ত্র কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এদুটি কোন লুট হওয়া অস্ত্র না। তবে এ অস্ত্র দুটি কে বা কারা ফেলে রেখেছিল সেটি খোঁজা হচ্ছে।