📝 নিজস্ব প্রতিবেদক (গাজীপুর)
🕥 প্রকাশের সময়ঃ ৫ অক্টোবর ২০২৪, ১৯ঃ৫৮ মিনিট
গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ ‘শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যে রাখেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খলিলুর রহমান, নাজমুল ইসলাম,সেলিমা রেজা,আইরিন সুলতানা, প্রমুখ। আলোচনা সভা ও র্যালী শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদের বিশেষ সম্মানা প্রদান করা হয়।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন,শিক্ষার অধিকার প্রশিক্ষিত যোগ্যতাসম্পন্ন শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করা সম্ভব নয়। শিক্ষকই সবার জন্য সমান ও মানসম্মত শিক্ষা অর্জনের চাবিকাঠি। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা শিক্ষকতার মত মহান পেশার সাথে জড়িত ছিলেন বা আছেন তাঁদের । এ দিবসটি শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।