কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া শহর পরিষ্কারের জন্য কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাজ চালিয়ে যেতে দেখা গেছে। এদিকে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আদনান, মেজর রিয়াদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল মুন্তাকিম, ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।