ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তাপস ( গাইবান্ধা )

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে আজ বুধবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীরা । সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়নের জেলা সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইকবাল কবীর তুহিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, এখন টিভির বগুড়া ব্যুরোর সিনিয়র রিপোটার হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, জাভেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার শাহাদাত বরণের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। পরাজিত শক্তি বিপ্লবের সুফলকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গণমাধ্যমকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষার্থীরাসহ এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বক্তারা ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *