বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মহিলা ডিগ্রী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বুধবার বেলা ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন,এখানে যাঁরা ভর্তি হয়েছো নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে।
তিনি আরো বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়মবিধির থেকে কলেজের পরিসর অতি উদার। তোমরা এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্ননির্মাণ ও আত্নবিকাশে সক্ষম হতে পারবে।
এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হবে, সফল হবে এটাই কামনা করি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রীগণ,স্থানীয় প্রমূখ।