গাইবান্ধায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাপস গাইবান্ধা
প্রকাশের সময়ঃ ২ সেপ্টেম্বর ২০২৪-২৩ঃ৪০

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (রোববার) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ । দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও মিলাদ মহাফিল। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে  প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি কমিয়ে আনা হয় । গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে আলোচনা সভায়¡ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরম্নল হাসান সেলিম, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আনোয়ারম্নল ইসলাম বাবলু, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকছুদার রহমান  বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *