সাব্বির মির্জা তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রকাশের সময়ঃ ২ সেপ্টেম্বর ২০২৪-২৩ঃ৪৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রের নির্দশনা অনুযায়ী এবার প্রতিষ্ঠা বার্ষিকী ছোট করে পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
তাড়াশ উপজেলা বিএনপি’ র সভাপতি স. ম. আফছার আলীর নেতৃত্বে দলীয় নেতা- কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
তিনি বলেন, দেশে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হওয়ায় কেন্দ্রে নির্দশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে স্বল্প পরিসরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, উপজেলা বিএনপির সাংগঠনিক প্রভাষক সাইদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম , যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহবায়ক মো. শুকুর মির্জা, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবাযক হাসান খান, সদস্য সচিব হাসান মির্জা প্রমুখ।