ঢাকায় চিকিৎসকের উপর হামলার ঘটনায় গাইবান্ধায় সঞ্জয় পাল গ্রেফতার

তাপস গাইবান্ধা
প্রকাশের সময়ঃ ২ সেপ্টেম্বর ২০২৪-২৩ঃ৫৫মিনিট

ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনার মামলায় সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সঞ্জয় রাতে ঢাকা থেকে রওনা দিয়ে গাইবান্ধায় আসেন। আজ সোমবার সকালে ডিএমপি ও গাইবান্ধা জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এর আগে ঢামেকের চিকিৎসক ও রোগীদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন।
দায়ের করা মামলায় সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *