নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে তারা

সাব্বির মির্জা তারাশ (সিরাজগঞ্জ)
প্রকাশের সময়ঃ ২ সেপ্টেম্বর ২০২৪-২৩ঃ৫৯ মিনিট

ছবিঃ সাব্বির মির্জা

সিরাজগঞ্জের তাড়াশে নেশার টাকা
জোগাতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার তালম ইউনিয়নের হাঁড়িশোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাগলের মালিক জহুড়া খাতুন বাদী হয়ে আটক দুই কিশোরের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটককৃত ছাগল চোরেরা হলো তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামের মো. সুজাবত আলীর ছেলে জাহিদ হাসান (২১) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২২)।

জানা গেছে, সোমবার বিকেলে ওই দুই কিশোর একটি অটোরিকশা নিয়ে হাঁড়িশোনার গ্রামের রাস্তা থেকে একটি খাসি ছাগল তুলে নিয়ে যাওয়ার সময় ভ্যানের উপর ছাগলটি ডাকতে থাকে। এ সময় রাস্তার পাশে থাকা লোকজনের বিষয়টি সন্দেহ হলে অটোরিকশা থামিয়ে জিজ্ঞাসা করতে থাকে।

এ সময় ওই দুই কিশোর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটক দুই কিশোর জানায়, তারা নেশার টাকা জোগাতে করতে ছাগল চুরি করে বলে স্বীকারোক্তি দেয় । 

ছাগলের মালিক জহুড়া খাতুন জানান, গ্রামের লোকজন না দেখলে ছাগলটি ওরা চুরি করে নিয়ে যেত। আমার অনেক টাকার ক্ষতি হতো। আমি ওই চোরের বিচার চাই।

এ ঘটনা তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ছাগল চুরির ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *